Kolkata Fraud Case: শহরে ফের প্রতারণার শিকার বৃদ্ধ! খোয়ালেন ১৪ লক্ষ টাকা। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: শহরে ফের প্রতারণার শিকার এক বৃদ্ধ। খাস কলকাতায় প্রতারকদের ফাঁদে পড়ে, ১৪ লক্ষ টাকা খোয়ালেন বেহালার বাসিন্দা।   

না অ্য়াকাউন্ট নম্বর, না ওটিপি, এমনকী পাসওয়ার্ড। দাবি, কিছুই শেয়ার করেননি তিনি। অথচ ব্য়ঙ্ক অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ১৪ লক্ষ টাকা। খাস কলকাতায় প্রতারকদের ফাঁদে পড়লেন, বেহালার বাসিন্দা, সত্তরোর্ধ্ব সুজিত সেন। খোয়ালেন সারাজীবনের কষ্ট করে জমানো টাকা। খোয়ালেন সারাজীবনের কষ্ট করে জমানো টাকা। খোয়ালেন সারাজীবনের কষ্ট করে জমানো টাকা। 

জানতে চাওয়া হয়, তিনি কি ফ্রিজ কিনতে চান? উত্তরে বৃদ্ধ বলেন- হ্য়াঁ। এরপর তাঁর হোয়াটসঅ্য়াপ নম্বরে একটি লিঙ্ক পাঠানো হয়। সেই লিঙ্কে ক্লিক করার পর থেকেই তাঁর ফোনের নেটওয়ার্ক চলে যায়। তবে বেহালার এই বাসিন্দা জানতেন না, যে এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। আরও বড় ধাক্কা অপেক্ষা করছে তাঁর জন্য়। ওই ব্যক্তির দাবি, ওই ব্য়াঙ্কেই তাঁর FD ছিল। সেটি ম্যাচিওর হওয়ার ২ দিন আগে, গত ১৫ জুন তিনি জানতে পারেন, ফিক্সড ডিপোজিট থেকে ওভার ড্রাফ্ট করে তুলে নেওয়া হয়েছে ১০ লক্ষ ২০ হাজার টাকা।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram