Kolkata Book Fair: বইপ্রেমীদের সেরা পার্বণ! শুরু হল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

ABP Ananda Live: শরৎ মানে যেমন দুর্গাপুজো। তেমনই জানুয়ারি মানেই কলকাতা বইমেলা। বইপ্রেমীদের সেরা পার্বণ! অপেক্ষার অবসান হল মঙ্গলবার। শুরু হল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৪৮ বার ঘণ্টা বাজিয়ে, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।  জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা হল বিশ্বের সবচেয়ে বড়, বইয়ের বাণিজ্য মেলা।  এবার কলকাতা বইমেলার থিম - 'কান্ট্রি জার্মানি'। ২০২৪ সালে - এক হাজার ৫০টি স্টল ছিল বইমেলায়। গতবারের রেকর্ড ভেঙে এবার বইমেলায় বসেছে - এক হাজার ৫৭টি স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান-সহ বিশিষ্ট সাহিত্যিকরা। মিঠে কড়া রোদ্দুরে...নতুন বইয়ের গন্ধে মম মেলার মাঠ। সূচনাপর্বেই বইপোকাদের ভিড়ে জমজমাট কলকাতা বইমেলা৷ এবার বাংলাদেশে নৈরাজ্য়ের পরিস্থিতিতে, কলকাতা বইমেলায় নেই, সেদেশের স্টল। মঙ্গলবার বইমেলার উদ্বোধনের আগেই পুলিশের স্টল, পশ্চিমবঙ্গ মণ্ডপ, জাগো বাংলা-সহ একাধিক স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola