Bratya Basu : নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী। ফের কি মঞ্চে তাঁকে দেখা যাবে পুরনো ভূমিকায়? কী জানালেন ?
ABP Ananda LIVE : বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রী। কিন্তু তার আগে থেকেই নাট্যব্যক্তিত্ব হিসাবে পরিচিতি। সেই ব্রাত্য বসুকেই গত ৬ বছরের বেশি দেখা যায়নি মঞ্চে। ফের কি মঞ্চে তাঁকে দেখা যাবে পুরনো ভূমিকায়? উত্তর দিলেন তিনি নিজেই।
আরও খবর...
বেলডাঙায় দুষ্কৃতী-রাজ, যাত্রীবাহী বাসে চলল ভাঙচুর; আহত ৪
বেলডাঙায় অশান্তি চলাকালীন যাত্রীবাহী বাসে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ঘটনার জেরে চার যাত্রী আহত হয়েছেন। আজ সকাল থেকে বেলডাঙা বড়ুয়ামোড় উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীদের হাত থেকে বাদ পড়েনি যাত্রীবাহী বাসও। কলকাতা থেকে বহরমপুরের দিকে আসছিল বাসটি। সেটির দিকে আচমকা ইট উড়ে আসে। বাসের সামনের কাচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। ঘটনায় চার যাত্রী আহত হন। সেই সময় হাতেগোনা কয়েকজন পুলিশকর্মী ছিলেন। বিক্ষুব্ধ জনতা কার্যত তাণ্ডব চালায় বড়ুয়ামোড়ে। রাস্তা অবরোধ করে। হোর্ডিং-ব্যানার নিয়ে এসে চরম বিক্ষোভ দেখায়।