Rajiva Sinha Foundation : রাজ্যে শিল্প-উদ্যোগকে আরও উৎসাহ দিতে নতুন পদক্ষেপ নিল 'রাজীব সিনহা ফাউন্ডেশন'

Continues below advertisement

ABP Ananda LIVE  : রাজ্যে শিল্প-উদ্যোগকে আরও উৎসাহ দিতে নতুন পদক্ষেপ নিল 'রাজীব সিনহা ফাউন্ডেশন'। ১৬ জন সফল শিল্পপতির হাতে ‘আরোহণ’ সম্মান তুলে দিল তারা। শীঘ্রই টেলিভিশনে শুরু হতে চলেছে তাদের নতুন স্টার্টআপ রিয়েলিটি শো ‘টাইগার্স পিচ’।

রাজ্যের শিল্পপতিদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিল শিল্পকেন্দ্রিক থিংক ট্যাঙ্ক রাজীব সিনহা ফাউন্ডেশন (Rajiva Sinha Foundation)। শুক্রবার কলকাতায় ১৬ জন সফল শিল্পপতিকে আরোহণ সম্মানে সম্মানিত করল তারা। লক্ষ্য সফল শিল্পপতিদের সামনে এনে এ রাজ্যে ব্যবসা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে গতি আনা। 

এই প্রসঙ্গে চেয়ারম্যান রাজীব সিন্হা জানান, 'টিপ অফ দ্য আইসবার্গ। মূল উদ্দেশ্য ১৫ জনকে অনার করা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে, এই ১৫ জন সেই ১৫০০, ১৫০০০ লোকের কাছে যাওয়া। আপনারা স্টোরিগুলো শুনেছেন, জার্নি কীভাবে হয়েছে। যদি এরা করতে পারে, তো সবাই করতে পারে। রাজীব সিনহা ফাউন্ডেশন প্রমোট করছে এন্টারপ্রেনরশিপ কালচার ইন বেঙ্গল, ইকোসিস্টেমকে প্রমোট করছে।'

বাংলা রক ব্যান্ড লক্ষীছাড়া-র প্রতিষ্ঠাতা সদস্য ও চাওমেনের ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী, এস সাহা অ্যান্ড কোম্পানির সিইও চন্দ্রমা সাহা, ইকো বিলের প্রতিষ্ঠাতা অনিরুদ্ধ পোদ্দার সহ ১৬ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। পশ্চিমবঙ্গের বুকে শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে টেলিভিশনে নতুন রিয়েলিটি শো আনতে চলেছে রাজীব সিনহা ফাউন্ডেশন। শীঘ্রই শুরু হতে চলেছে স্টার্টআপ রিয়েলিটি শো টাইগার স্পিচ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola