RG Kar News: 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক', বিস্ফোরক অভিযোগ মৃত চিকিৎসকের পরিবারের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার। 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক'। 'বিনীত গোয়েল আমাদের সহযোগিতা করেননি'। 'গোটা বিষয়টি তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সিপি'। বিস্ফোরক অভিযোগ আর জি কর কাণ্ডে মৃত চিকিৎসকের পরিবারের। 'এখনও সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই গ্রেফতার করা হল না, আমরা হতাশ'। 'প্রথম থেকেই কাউকে আড়াল করার চেষ্টা, ডিপার্টমেন্টের কেউ জড়িত থাকতে পারেন'। 'যা ঘটেছে সঞ্জয়ের একার পক্ষে করা সম্ভব নয়'। 'আন্দোলনকারীদের মুখ বন্ধের চেষ্টা রাজ্য সরকারের'। 'প্রতিবাদ বন্ধ করতেই ১৪৪ ধারা জারি হয়েছে'। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন মৃত চিকিৎসকের মা-বাবা।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময় চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কেন বাংলার রাজ্যপালের? ভারী রহস্যময় বলে পোস্ট কুণালের।