Suvendu on Speaker : অধ্যক্ষের বিরুদ্ধে শুভেন্দুর অনাস্থা প্রস্তাব, আলোচনা সংক্রান্ত সিদ্ধান্ত ৬ মার্চ
Continues below advertisement
বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে কিনা,সে বিষয়ে সিদ্ধান্ত হবে ৬ মার্চ। সোমবার বিধানসভার তরফে বুলেটিনে জানানো হয়েছে,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন,তাতে অন্যান্য বিধায়কদের আস্থা আছে কিনা তা যাচাই করা হবে। প্রসঙ্গত প্রস্তাব আলোচনার জন্য ন্যূনতম ৩০ জন বিধায়কের সম্মতি প্রয়োজন। সম্মতি পেলে তার দশ দিনের মধ্যে চূড়ান্ত করতে হবে আলোচনার দিন। সব ঠিক থাকলে ১৩ মার্চ এ নিয়ে আলোচনা হতে পারে বলে বিধানসভা সূত্রে খবর।
Continues below advertisement