Kolkata Doctor News: এন আর এস মেডিক্যালে টিকিট ইস্যু হলেও চিকিৎসক অমিল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। জেলায় জেলায় হাসপাতালে হয়রানির ছবি। আন্দোলনকারী চিকিৎসকদের পাশেও দাঁড়িয়েছেন  কোনও কোনও রোগী।

হাইকোর্টের নির্দেশের পরই আর জি কর-কাণ্ডে তৎপর CBI. SSKM-এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়া হল CGO কমপ্লেক্সে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথি CBI-কে দিল পুলিশ। মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারে ঘটনাস্থলে। খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের ফোনের কল রেকর্ড, বলছে সূত্র। গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দিয়েছে পুলিশ। 

বিশেষভাবে সক্ষম যুবক, পায়ে চিড় ধরায় এসেছিলেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু আউটডোর বন্ধ থাকায় আতান্তরে পড়েছেন। কিছু ওষুধপত্র লিখে দেওয়া হলেও, এক্স-রে প্লেট দেখাতে না পারায়, পরবর্তী চিকিৎসা কী হবে, তা নিয়ে অন্ধকারে ট্যাংরার যুবক। এদিন ইমার্জেন্সির সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola