Kolkata News: ১০ মিনিটের টানটান উত্তেজনা! ফুটবল ম্যাচে জমজমাট বেলেঘাটার বালির মাঠ। ABP Ananda Live

Continues below advertisement

রবিবার সকাল থেকে জমজমাট ছিল বেলেঘাটার (Beliaghata) বালির মাঠ। এই মাঠেই যৌথভাবে অনূর্ধ্ব ১৪ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের (Football Tournament) আয়োজন করে ক্যালকাটা সোশাল প্রজেক্ট এবং কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। ছেলেদের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেয় মেয়েরাও। 

ফুটবল পায়ে ছুটছে একঝাঁক ছেলে, ছেলেদের পরেই মাঠে নামল মেয়েরা, তাঁরাও ছুটল পায়ে ফুটবল নিয়ে। তবে এই ফুটবল ম্যাচ ৯০ মিনিটের নয়, ১০ মিনিটের জবরদস্ত ম্যাচ। বেলেঘাটার বালির মাঠে ক্যালকাটা সোশাল প্রজেক্ট এবং কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে দু-দিন ব্যাপী অনূর্ধ্ব ১৪ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শনিবার থেকে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। শেষ হল রবিবার। দু'দিনই ছেলেদের টিমের খেলা ছিল। মেয়েদের টিমের খেলা হল শুধু রবিবার। রবিবার উপস্থিত ছিলেন IFA-এর সচিব অনির্বাণ দত্ত। এই ধরনের ফুটবল টুর্নামেন্ট নতুন খেলোয়াড়দের আরও উৎসাহ দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram