Youth Death: পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগে থানার সার্জেন্ট-সহ ৩ জনকে ক্লোজ

Continues below advertisement

পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগে গলফ গ্রিন থানার সার্জেন্ট-সহ ৩ জনকে ক্লোজ। সার্জেন্ট অমিতাভ তামাং, কনস্টেবল তৈমুর আলি ও সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডলকে ক্লোজ করা হয়েছে। মৃত দীপঙ্কর সাহার পরিবারের অভিযোগ, রবিবার জিজ্ঞাসাবাদের নামে সার্জেন্ট অমিতাভ তামাংয়ের নির্দেশে ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যান তৈমুর ও আফতাব। থানায় ডেকে মারধরের জেরে দীপঙ্করের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। পাশাপাশি পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট নয়। তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে বলে অভিযোগ। মৃতের পরিবার জানিয়েছে, তদন্ত সঠিক না হলে আদালতের দ্বারস্থ হবে তারা। প্রয়োজনে সিবিআই তদন্ত চাওয়া হবে।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram