High Court On BJP Kolkata Meeting : ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতির
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভায় অনুমতি দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি ( Kolkata High court ) । সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ নভেম্বর বিজেপির সভায় উপস্থিত থাকার কথা অমিত শাহের ( Amit Shah ) । ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে সভা হবে, সেটা শহরের কেন্দ্রবিন্দু, শহর স্তব্ধ হয়ে যাবে, ওখানে ২১ জুলাই ছাড়া আর কোনও সভা হয় না, সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবীর। ২১ জুলাইয়ের বিশেষত্ব কী? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। কারণ ব্যাখ্যার পরই তিনি বিধিনিষেধ আরোপ করে অনুমতি দেওয়ার নির্দেশ দেন। অযথা সমস্যা তৈরি করা হচ্ছে, তাহলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই, অযথা রাজনৈতিক রং দিচ্ছেন, কড়া মন্তব্য প্রধান বিচারপতির।
High Court On BJP Kolkata Meeting, BJP, Amit Shah Kolkata Meeting