Abhijit Gangopadhyay: 'আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব', জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ABP Ananda LIVE: 'আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনও বিচারের কাজ করব না। পরশু দিন আমি বারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেব এবং যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার ইস্তফা কার্যকর হবে। মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নীচে আমি আসব এবং আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। আপনাদের যে অকুন্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার (Media) কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে ক্রমাগত কথা বলে গেছে  এবং তার কারণে আমার কাজে যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই। মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং মিডিয়ার কাছ থেকে আমি কোনও কিছুই লুকিয়ে রাখব না', বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola