Kolkata International School: ফের হুমকি মেল, কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে বোমাতঙ্ক
ABP Ananda Live: আজ ফের হুমকি মেলের জেরে স্কুলে বোমাতঙ্ক। কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে বোমাতঙ্ক । স্কুলে বোমা রাখা আছে, আজও হুমকি মেল আসে। খবর পেয়ে স্কুলে বম্ব ডিটেকশন স্কোয়াড, পুলিশ কুকুর । স্কুলে আনন্দপুর থানার পুলিশও। গতকালও একইভাবে হুমকি মেল পাঠানো হয় ২ স্কুলে । ক্যালকাটা বয়েজ, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে হুমকি মেল পাঠানো হয় । গতকাল তল্লাশির পর কিছুই মেলেনি। আজ ফের ই-মেলে বোমা রাখার হুমকি।
আদালত এটা আশা করে যে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে রাজ্য সেটা অক্ষরে অক্ষরে পালন করবে, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। ভর্তি হোক বা নিয়োগ, রাজ্য সমস্ত ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মানবে এটাই প্রত্যাশিত, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'রাজ্য জানিয়েছে যে, ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে'। 'এখনই ওবিসি-এ, ওবিসি-বি শ্রেণিবিন্যাসকে তারা বিবেচনার মধ্যে আনছে না, এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে' । রাজ্যের সওয়ালের প্রেক্ষিতে আদালত মনে করছে যে ২০১০ সালের আগে পর্যন্ত যারা ওবিসি তালিকাভুক্ত ছিল তাদের আবেদনও গ্রহণও করা হবে, নির্দেশে পর্যবেক্ষণ রাজাশেখর মান্থার। আগামী ৪ জুলাইয়ের মধ্যে হলফনামা দেবে রাজ্য, ওই দিনই পরবর্তী শুনানি।