West Bengal News: রাধারমণ দাসকে কটাক্ষ শুভেন্দুর, পাল্টা মুখ খুললেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আক্রমণের মুখে পড়লেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস । বৃহস্পতিবার এ নিয়ে পাল্টা মুখ রাধারমণ দাস । 

আরও খবর...

২০১৩ সালে মহাকরণ ছেড়ে, রাজ্য় প্রশাসনের সদর দফতর সরে গেছিল নবান্নে। কথা ছিল সংস্কারের পর কিছুদিনেই আবার মহাকরণে ফিরবে সব।  কিনতু, সেই থেকে দেখতে দেখতে পেরিয়ে গেছে এগারোটা বছর। আরও দু'টো বিধানসভা ভোট হয়ে গেছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তিনবার মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন। কিনতু, মহাকরণে তিনি আর ফেরেনি। 

এ বার আর বছর বছর আলাদা আলাদা নির্বাচন নয়। একসঙ্গেই হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। ‘এক দেশ, এক ভোট’ বিলে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অসাংবিধানিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বিলের মাধ্যমে বুলডো জার চালাতে চাইছে কেন্দ্র। বাংলা কখনও দিল্লির স্বৈরাচারী মনোভাবের কাছে মাথা নত করবে না। সমাজ মাধ্যমে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিশ্বনাথন আনন্দের পর ডি গুকেশ, ফের দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজয় গুকেশের। ভারতের আঠারোর স্পর্ধায় গুঁড়িয়ে গেল চিনের প্রাচীর। গতবারের চিনা বিশ্বজয়ীকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব ছিনিয়ে নিলেন ডি গুকেশ। গতবারের বিশ্বজয়ী ডিং লিরেনকে হারালেন ৭.৫ - ৬.৫-এ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola