Acropolis Mall Fire Break Out: 'বের হতে সমস্যা..', অ্যাক্রোপলিস মলের অগ্নিকাণ্ডের পর প্রশ্নের মুখে 'সুরক্ষা'

Continues below advertisement


Acropolis Mall Fire Break Out: সিড়িতে রাখা রাবিশের বস্তা, লোহার রড। অ্যাক্রোপলিস মলে আগুন লাগার সময়, পালাতে গিয়ে এইভাবেই বাধার মুখে পড়লেন বহুতলের কর্মীরা। ফের প্রশ্নের মুখে পড়ল সুরক্ষা। অ্যাক্রোপলিস মলের এক অফিস কর্মী বলেন, নামছে সবাই নামছে, তবে সিড়ির পরিস্থিতি, এত বেশি মালপত্র পড়ে আছে যে ওখান থেকে নামতে নামতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। কলকাতার বুকে অভিজাত এলাকায় ২১ তলার ইমারত। শপিং মল থেকে রেস্তোরাঁ, অফিস, কী নেই !প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষের আনাগোনা। কিন্তু, এতগুলো মানুষের প্রাণ নিয়ে কি এতদিন ছিনিমিনি খেলা হচ্ছিল? শুক্রবারের অগ্নিকাণ্ড সেই প্রশ্নটাই তুলে দিল। প্রশ্ন তুলে দিল এই ছবিগুলি। কোনও বহুতলে আগুন লাগলে প্রথমেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ব্যবহার করতে বলা হয় সিড়ি। ঠিক সেই নিয়ম মেনেই এদিন উপরতলা থেকে নীচের দিকে নেমে আসছিলেন সবাই। কিন্তু, সেখানেও পদে পদে বাধা। সিড়ি পুরোপুরি ফাঁকা থাকার কথা, কিন্তু সেখানে সিড়ির এক পাশে বোঝাই করে রাখা আছে রাবিশের বস্তার স্তূপ। শুধু বস্তা নয়, রাখা আছে লোহার রড, বাঁশ, কাঠ। যে কারণে আগুন লাগার পর উপরতলা থেকে নামতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েন অনেকেই। অ্যাক্রোপলিস মলের এক  অফিস কর্মী বলেছিলেন, অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল। তারপর আমাদের বলা হল যে বেরিয়ে যেতে। আমরা তখন আস্তে আস্তে বেরতে শুরু করলাম। সিড়ি দিয়ে আমরা নামলাম সবাই। অনেক বাধা ছিল, সিড়ি ফাঁকা ছিল না। মানে অনেককিছু সিড়িতে রাখা ছিল, যার জন্য অনেক সমস্যা হয়েছে আমাদের, অনেক সমস্যা হয়েছে। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram