Khuti Pujo: রথযাত্রায় পুজোর ঢাকে কাঠি, শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। ABP Ananda Live
রথযাত্রায় (Ratha Yatra 2024) পুজোর ঢাকে কাঠি। শুরু হয়ে গেল দুর্গাপুজোর (Durga Puja 2024) প্রস্তুতি। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন জায়গায় হল খুঁটিপুজো। হুগলির শ্রীরামপুরেও খুঁটিপুজো দিয়ে শুরু হল পুজোর প্রস্তুতি।
পুজোর বাকি আর তিন মাস। তার আগে, রথের দিন থেকেই শুরু হয়ে গেল দিন গোনা। সারা বছর যে উৎসবের জন্য় অপেক্ষা করা, এদিন সেই দুর্গাপুজোরই খুঁটি পুজো করল বিভিন্ন ক্লাব। শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে, এদিন হল খুঁটি পুজো। এবারে তাদের থিম বনগাঁ লোকাল ২। ২০১৬ সালে তাদের থিমের নাম ছিল বনগাঁ লোকাল। উদ্য়োক্তারা জানান, তারই সিক্য়ুয়াল হতে চলেছে এবারের থিম। রবিবার, খুঁটি পুজো করে চেতলা অগ্রণী ক্লাবও। তাদের এবারের ভাবনা 'গঙ্গা দূষণ' নিয়ে। অত্য়াধুনিক ব্য়বস্থা সম্পন্ন একটি ফিটনেস সটুডিওর উদ্বোধনও করা হয়। উপস্থিত ছিলেন অভিনেতা যীশু সেনগুপ্ত, প্রাক্তন জাতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। ফিটনেস সটুডিও উদ্বোধনের পর বক্সিং কিক ব্য়াগে পাঞ্চ করতে দেখা গেল মেয়র ফিরহাদ হাকিমকে। রথযাত্রার পূণ্য় লগ্নে খুঁটি পুজো হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এবার ৫২ তম বছরে পা দিল এই পুজো। এবার দক্ষিণের তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। এদিন কুমারটুলিতে মৃৎশিল্পী মিনটু পালের কাছে প্রতিমার বায়না দিতে যান সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্য়োক্তারা। খুঁটি পুজো হয়, রাজডাঙা নবোদয় সঙ্ঘেও। এই বছর তাদের পুজোর থিম ভারসাম্য়। খুঁটি পুজো উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্য়ায়, গায়ক সুরজিৎ চট্টোপাধ্য়ায়। শ্রীরামপুরে মাহেশের রথযাত্রার দিনই গান্ধী ময়দানে ৫ এবং ৬-এর পল্লীর গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির খুঁটি পুজো করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়। এবছর তাদের ভাবনা গুজরাটের সোমনাথ মন্দির। খুঁটি পুজো হল কাঁকুড়গাছি যুবক বৃন্দেও। এবার ৯৫ তম বছরে, তাদের থিম রূপকার। খুঁটি পুজোয় ছিলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল।