Kolkata: তিলজলায় একটি ক্লাবে রেভ পার্টির পর্দাফাঁস, ধৃত ২ Bangla News
তিলজলার (Tiljala) একটি ক্লাবে পার্টি চলাকালীন অভিযায় চালায় কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ (STF)। বহুমূল্য মাদক ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় দুই যুবককে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। বহুমূল্য মাদক ট্যাবলেট খাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় দুজনকে।ধৃতদের নাম বিকাশ তিওয়ারি ও আর্যমান পোদ্দার। বিকাশের বাড়ি লেকটাউনে ও আর্যমানের নিউটাউনে।
Tags :
Kolkata ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Tiljala এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rave Party বাংলা খবর Bangla News