Kolkata Accident: কলকাতার রাস্তায় ফের দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২টি গাড়িতে ধাক্কা BSF-এর গাড়ির
কলকাতার রাস্তায় ফের পথ দুর্ঘটনা। এবার স্থান লেকটাউন। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ২টি গাড়িতে ধাক্কা মারে বিএসএফের গাড়ি। বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৮জন আহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজন ট্যাক্সির আরোহী, বাকি পাঁচজন বিএসএফের জওয়ান।
Tags :
Bangla News Bangla News Live Laketown Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital Road Accident ABP Ananda ABP Ananda Bengali News BSF Vehicle