Kolkata Metro: যখন তখন লাইনে সমস্যা। পরিকাঠামোয় ত্রুটি। উদ্বেগ বাড়ছে কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে
ABP Ananda LIVE : যখন তখন লাইনে সমস্যা। জায়গায় জায়গায় পরিকাঠামোয় ত্রুটি। কলকাতা জুড়ে মেট্রোর ছড়াছড়ির মাঝেই উদ্বেগ বাড়ছে কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে। সূত্রের খবর, গত শুক্রবার প্রধানমন্ত্রীর বঙ্গসফরের দিন রাজ্যে আসেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান। আধিকারিকদের নিয়ে করা বৈঠকে মেট্রো নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইনে মেট্রোর সংখ্যা ২৬২ থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৮৪.
নাকাশিপাড়ায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে উত্তেজনা
নাকাশিপাড়ায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে উত্তেজনা। জয়ের পর কালীগঞ্জের কায়দায় বিরোধীদের লক্ষ্য করে শব্দবাজি ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় পেল বিজেপি। নন্দীগ্রামের বিরুলিয়ায় বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, হাতাহাতি হয় বিজেপি-তৃণমূলের।