Sonarpur incident : সোনারপুরে চৌহাটিতে অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী
ABP Ananda LIVE: সোনারপুরে চৌহাটিতে অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী। উদ্ধার একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি। আগেও একাধিক অভিযোগে গ্রেফতার জয় ঘোষ, খবর পুলিশ সূত্রে । জয় ঘোষ রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত সোমবার সোনারপুরের জগদ্দলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। কর্মসূচিতে তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের বিরুদ্ধে বিক্ষোভেও দেখা যায় জয় ঘোষকে। ধৃত জয় ঘোষ তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি বাম-বিজেপির। জয় ঘোষের তৃণমূল যোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের।
নাকাশিপাড়ায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে উত্তেজনা
নাকাশিপাড়ায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে উত্তেজনা। জয়ের পর কালীগঞ্জের কায়দায় বিরোধীদের লক্ষ্য করে শব্দবাজি ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় ভোটে নিরঙ্কুশ জয় পেল বিজেপি। নন্দীগ্রামের বিরুলিয়ায় বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, হাতাহাতি হয় বিজেপি-তৃণমূলের।