Kolkata Metro Timing: কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো এবার রাত ১১টায়! কবে থেকে শুরু? ABP Ananda Live
বেশি রাতে বাড়ি ফেরার দুশ্চিন্তা কমল। আপাতত সোম থেকে শুক্র রাত ১১টার সময় পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো (Metro)। আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চালানোর সিদ্ধান্ত মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের। যদি দেখা যায় যথেষ্ট সংখ্যক যাত্রী হচ্ছে তাহলে বাড়ানো হতে পারে সময়সীমা।
বর্তমান সময়ে কলকাতার লাইফলাইনে পরিণত হয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এর সাহায্যে মহানগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুব সহজেই অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। এর ফলে কলকাতা (Kolkata) ও শহরতলীর মানুষরা অত্যন্ত অপকৃত হলেও তাঁদের আক্ষেপ ছিল রাতে মেট্রো পরিষেবা ১০টার মধ্যে শেষ হয়ে যাওয়া নিয়ে। অনেকেই রাত ১০টার পরেও যাতে মেট্রো পরিষেবার সুযোগ নিতে পারেন তার জন্য আবেদনও করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তাঁদের সেই আবেদনেই যেন সাড়া দিল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হল, আজ অর্থাৎ শুক্রবার রাত ১১টা পর্যন্ত ট্রেন চালানো হবে ব্লু লাইনে। অর্থাৎ দমদম ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টার সময়। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হলেও যাত্রী সংখ্যা বাড়ালে এই পরিষেবা পাকাপাকি ভাবে চালু করার পরিকল্পনা রয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের।