Kolkata Metro: নিউ গড়িয়া থেকে ব্রিজি পর্যন্ত চালু স্পেশ্যাল সরকারি বাস, কতক্ষণ অন্তর পাবেন পরিষেবা ?
ABP Ananda LIVE : বন্ধ নিউ গড়িয়া মেট্রো স্টেশন,গত সপ্তাহ থেকে মেট্রো চলাচল করছে না। যাত্রীদের দুর্ভোগ কমাতে আজ থেকে চলছে সরকারি স্পেশাল বাস। ১০ টাকার বিনিময়ে সকাল ৮ টা থেকে ১১টা বিকেল ৫টা থেকে ৮ টা বাস চলাচল করবে, ব্রিজি থেকে নিউ গড়িয়া পর্যন্ত। নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ রয়েছে বেশ কয়েকদিন ধরে। মেরামতের জন্য প্রায় এক বছর বন্ধ থাকবে এই মেট্রো স্টেশন। আচমকা এভাবে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রবল সমস্যায় পড়ছিলেন নিত্যযাত্রীরা। ব্রেক জার্নি করে, বেশি খরচ করে পৌঁছতে হচ্ছিল, শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এক্ষেত্রে উল্লেখ্য ব্রিজি এলাকার এই মেট্রো স্টেশনই এখন অন্তিম স্টেশন।যাত্রীদের সুবিধার্থে নিউ গড়িয়া মেট্রো থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সরকার যে বাস চালাবে সেকথা আগেই জানা গিয়েছিল। কথা মতো সোমবারই চালু হল সেই বাস পরিষেবা। নিত্যযাত্রীরা বলছেন, অফিস যাওয়ার পথে সময় একটা বড় ফ্যাক্টর। বারবার ব্রেক জার্নি করলে, সময় অনেক বেশি লাগছিল এই কয়েকদিন। খরচও হচ্ছিল বেশি। তবে এই বাস পরিষেবা চালু হওয়ায় সময়ও তুলনায় কম লাগছে। খরচও বেঁচেছে। একটু ঘুরপথে বাস গেলেও ব্রেক জার্নির থেকে সময় কমই লাগছে। আর ব্রেক জার্নিতে যেহেতু খরচ বেশি হয়, সেটাও কমে যাবে এই বাস পরিষেবার সুবিধা ব্যবহার করলে।