Kolkata: বড়দিন-বর্ষবরণে কলকাতা মেট্রোয় বিশেষ নিরাপত্তা | Bangla News
ওমিক্রন-উদ্বেগের মাঝে আন্তর্জাতিক বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের। বিমানবন্দরে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা নিশ্চিত করতে হবে। করোনা আক্রান্তের হদিশ মিললে প্রাতিষ্ঠানিক আইসোলেশন বাধ্যতামূলক, নির্দেশ স্বাস্থ্য দফতরের।
২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষের। এসপ্লানেড, ময়দান এবং পার্ক স্ট্রিটে মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে স্পেশাল টিম ও মহিলা আরপিএফ।
অগাস্ট মাসে খুনের চেষ্টার মামলায় জয়ী কলকাতা পুরভোটের জয়ী কংগ্রেস প্রার্থীকে নোটিস শিবপুর থানার। নেপথ্যে তৃণমূল, যাব না, প্রতিক্রিয়া সন্তোষ পাঠকের (Santosh Pathak)। মন্তব্যে নারাজ কুণাল ঘোষ (Kunal Ghosh)।
নম্বর দেওয়া ও প্রার্থী বাছাইয়ে কিছু ত্রুটি থেকে গেছে, প্রাথমিকের টেটে প্রশ্ন ভুল মামলায় পুনর্মুল্যায়নে হাইকোর্টে ত্রুটিস্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education)। ত্রুটি সংশোধনের আশ্বাস।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগ। গ্রেফতার ২। জিজ্ঞাসাবাদে উঠে এলে বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার নাম। তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের।
শ্রীমা সারদার জন্মতিথি উপলক্ষে রবিবার ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড়মঠ (Belur Math)। সকাল ও দুপুরে ২ দফায় প্রবেশের অনুমতি। মানতে হবে কোভিড বিধি।