Kolkata Metro: কাজের দিনে সাতসকালে মেট্রো-বিভ্রাট! এই ২ স্টেশনের মধ্যে ধীরে চলছে ট্রেন। ABP Ananda Live
কাজের দিনে সাতসকালে মেট্রো-বিভ্রাট (Kolkata Metro)। ময়দান (Maidan Metro Station) ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ধীরগতিতে। সকালে টানেল ও প্ল্যাটফর্মে অধিকাংশ এলাকায় আলোও জ্বলছিল না। কাজ করছিল না স্টেশনের ডিসপ্লে বোর্ড। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ ময়দান স্টেশনে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে এই সমস্যা।
তমলুক লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে খুন হলেন বিজেপির এক মহিলা সমর্থক। প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক দিল বিজেপি (BJP)। নিহত মহিলার নাম রথীবালা আড়ি। নিহত মহিলা বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় নিহত বিজেপি সমর্থকের ছেলেকে কলকাতার (Kolkata) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি (BJP Worker Murder) সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম ( Nandigram Police Station) থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব।