Parking Fee: বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা, জারি নির্দেশিকা | ABP Ananda LIVE
Continues below advertisement
Parking Fee: বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করল কলকাতা পুরসভা (KMC)। রাত ৯টায় পুরসভার তরফে মিউনিসিপ্যাল কমিশনার জারি করলেন নির্দেশিকা (Notice)। ১ এপ্রিল থেকে বর্ধিত পার্কিং ফি লাগু করা হয়েছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত পুরনো রেটেই নেওয়া হবে পার্কিং ফি।
Continues below advertisement