Kolkata Incidents: কোথাও কুপিয়ে খুন, কখনও দুষ্কৃতী তাণ্ডব, খাস কলকাতার একাধিক ঘটনা তুলছে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন | ABP Ananda LIVE

Continues below advertisement

কোথাও ভরসন্ধেয় রাস্তার ওপরে কুপিয়ে খুন করে দেওয়া হচ্ছে প্রোমোটারকে। কখনও ইএম বাইপাসের ধারে রেস্তোরাঁয় চলছে বেনজির তাণ্ডব। কোথাও আবার ট্যাক্সি চুরি রুখতে গিয়ে চাকার তলায় পিষ্ট হতে হল বৃদ্ধকে। সবটাই এই কলকাতার বুকে। আর পরপর এতগুলো ঘটনার পর, কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

তপসিয়ায় রাস্তায় কুপিয়ে খুন, আনন্দপুরে রেস্তোরাঁয় দুষ্কৃতী তাণ্ডব, জাকারিয়া স্ট্রিটে চুরি রুখতে গিয়ে খুন, একবালপুরে ছাদে বোমা। কোথাও ভর সন্ধেয় জনবহুল রাস্তায় কুপিয়ে খুন, কোথাও রেস্তোরাঁর ভিতরে-বাইরে নির্ভয়ে তাণ্ডব। কোথাও আবার নিজের ট্যাক্সি চুরি রুখতে যাওয়ায় ট্য়াক্সিতেই পিষে মারা হল মালিককে! এখানেই শেষ নয়, বাড়ির ছাদে স্কুলব্যাগে মিলল বোমা! খাস কলকাতা শহরের বুকে উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব। ৬ দিনের মধ্য়ে ৪টি ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram