Kolkata News: গড়ফার ঘটনার এখনও গ্রেফতার হল না অভিযুক্ত, পাল্টা তরুণীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

ABP Ananda Live: শহরে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ। গড়ফা থানায় তরুণীর লিখিত অভিযোগ। কুকুরকে খাইয়ে বাড়ি ফেরার সময় তরুণীকে 'কটুক্তি'। প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। অভিযুক্ত যুবক ও তার পরিবার চড়াও হয় বাড়িতে, দাবি অভিযোগকারিণীর।

ট্রাম্পের ট্যারিফ বসানোর আগেই ভারতের বড় ঘোষণা, এই পণ্য়ের শুল্ক কমল ৫০ শতাংশ 

মার্কিন যুক্তরাষ্ট্রের (US) সঙ্গে বড় বাণিজ্য চুক্তির (Indo US Trade Deal) আগেই এই ঘোষণা করে দিল ভারত। মোদি-ট্রাম্প (Modi Trump Meeting) ট্রেড ডিলের আগেই যা আমেরিকার জন্য একটা সুখবর। এবার বোরবন হুইস্কির আমদানি শুল্ক কমিয়ে ৫০ শতাংশ করেছে ভারত। 

সব মদে আমদানি শুল্ক কমেছে
 তবে বোরবন মদে শুল্ক কমালেও অন্যান্য মদের আমদানিতে মৌলিক শুল্ক কমানো হয়নি। ওই ধরনের সব মদে ১০০ শতাংশ শুল্ক থাকবে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত আসলে ডেরিট ডিলের আগে সমতা বাজায় রাখার বার্তা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই হল সেই দেশ, যারা ভারতে বোরবন হুইস্কির প্রধান রফতানিকারক। যা ভারতে আমদানি করা এই ধরনের সব মদের প্রায় এক-চতুর্থাংশ।

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola