Kolkata News: কসবা থানার ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ

Continues below advertisement

কসবা থানার ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ। কলকাতা পুুরসভার ৯১ নম্বর ওয়ার্ডের বোসপুকুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগ ঘিরে এলাকায় বোমাবাজি হয়, কাচের বোতল, ইটবৃষ্টিও চলে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছে। তার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। তার জেরে আজ সকাল ৯টা নাগাদ ধারাল অস্ত্র ও বোমা নিয়ে এলাকায় হাজির হন জনা পঞ্চাশ দুষ্কৃতী। এলাকাবাসীকে ভয় দেখাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। 

অন্যদিকে, ভোটের আগে এবার দুই আইএএস-কে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের। বসিরহাটের এডিএম দিব্যা লঙ্গনাথন সরানোর নির্দেশ। কলকাতা দক্ষিণের ল্যান্ড রেকর্ড ডিরেক্টরকে রেশমি কমলকেও অপসারণের নির্দেশ কমিশনের। আজ বিকেল ৩টের মধ্যে বিকল্প আধিকারিকদের নাম চাওয়া হল মুখ্যসচিবের কাছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram