Kolkata News: ৭ দিনে ব্যবধানে কলকাতায় ফের ভয়াবহ আগুন, বিধ্বংসী আগুনের কবলে কলকাতার প্রাচীন বাড়ি
ABP Ananda LIVE: ৭ দিনে ব্যবধানে কলকাতায় ফের ভয়াবহ আগুন, বিধ্বংসী আগুনের কবলে কলকাতার প্রাচীন বাড়ি । কসবার অ্যাক্রোপলিস মলের পর ৫ নম্বর গার্স্টিন প্লেস। আটদিনের মাথায় কলকাতায় ফের অগ্নিকাণ্ড। ভিতরে কেমিক্যাল গোডাউনে পরপর বিস্ফোরণে আতঙ্ক। সরানো হল বাসিন্দাদের।
৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি বাড়িতে আগুন লাগে ভোর রাতে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। সরানো হয়েছে ওই বাড়ির বাসিন্দাদের। বাসিন্দাদের দাবি, হয় সিলিন্ডার ফেটে বা এসি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে।
কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পরেও বাড়ির ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছেন তারা। ক্রমাগত বাড়ি থেকে বেরিয়ে আসে নীল রাসায়নিক তরল। ওই তরলের গন্ধে মম করছে এলাকা।