TMC News:পুরসভায় বাজে ফল, তৃণমূল নেতাকে অপসারণের দাবিতে সরব ১১ জন তৃণমূল কাউন্সিলর
পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। পুরসভায় তৃণমূলের বাজে ফল হতেই পুর প্রধান এবং তৃণমূল নেতাকে অপসারণের দাবিতে সরব হল পুরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর। লোকসভায় জয়ী অথচ পুরসভায় ধরাশায়ী লোকসভা ভোটে তৃণমূল ভাল ফল করলেও, পুরসভাভিত্তিক ফল যেন বারবার কাঁটা হয়ে বিঁধছে শাসকদলের অন্দরে। আর তাঁকে কেন্দ্র করেইতৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট পুরসভায়। তৃণমূলের পুরপ্রধানের অপসারণের দাবি তুললেন তৃণমূলেরই কাউন্সিলররা।পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাট পুরসভা, বর্ধমান পূর্ব লোকসভার অন্তর্গত। এই লোকসভায় এবার তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন শর্মিলা সরকার। তবে লোকসভা ভোটের পুরসভাভিত্তিক ফলে দেখা যাচ্ছে, দাঁইহাট পুরসভায় ১৪ টি ওয়ার্ডের মধ্য়ে বিজেপি এগিয়ে রয়েছে ৯টি ওয়ার্ডে সেখানে লোকসভা আসনে জিতলেও এই পুরসভায় তৃণমূল এগিয়ে রয়েছে ৫টি আসনে।
এই তথ্য় সামনে আসবার পরই, দাঁইহাট পুরসভার পুরপ্রধান এবং তৃণমূল নেতা প্রদীপ রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন পুরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার, একাধিক অভিযোগ নিয়ে, পুর প্রধানের অপসারণের দাবিতে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখাও করেন তারা।