Baguiati Blast: শুক্রবার রাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়া
ABP Ananda LIVE: শুক্রবার রাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়া। বিস্ফোরণে আশপাশের বাড়ির দরজা-জানলা ও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে গুরুতর আহত এক কিশোরী। আহত কিশোরীকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ আচমকা বিকট আওয়াজ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এলাকারই একটি বাড়ির আলমারির মধ্যে বিস্ফোরণ হয় বলে অনুমান অনেকের। কী থেকে বিস্ফোরণ তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরটিকে সিল করেছে বাগুইআটি থানা। দুর্ঘটনার সময় ঘরটিতে ওই কিশোরী ছাড়া অন্য কেউ ছিলেন না। বিস্ফোরণকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত এলাকায় চাঞ্চল্য। আজ ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করবে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ABP Ananda Live