Kolkata News:কমিউনিটি হল দখলের অভিযোগ পর্ণশ্রীতে TMC কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল স্থানীয়দের
West Bengal News: তৃণমূল কাউন্সিলরের (tmc councellor) বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল স্থানীয়দের। পর্ণশ্রীতে(parnashree) তৃণমূল কাউন্সিলরের বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ। কমিউনিটি হল দখলের অভিযোগ ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্রর বিরুদ্ধে পথে আবাসিকরা। অভিযোগ অস্বীকার ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
তাজপুরের সমুদ্রের পাশে দোকান। তা উচ্ছেদ নিয়েই শুরু বিতর্ক। জোয়ারের জল দোকানগুলির কাছাকাছি চলে আসায় হকাররা কিছুটা পিছিয়ে দেন দোকান। দোকানদারদের দাবি, বর্ষায় জল বেড়ে যাওয়ায় তাঁরা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এই কাজেই বাধা দিচ্ছে বনদফতর। অন্যদিকে বনবিভাগের দাবি, দোকান পিছিয়ে নিলে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে। এইসব মিলিয়েই উত্তপ্ত হয়ে উঠেছিল তাজপুর এলাকা। আর সেই তরজা আরও উস্কে দিয়েছে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্য। মহিলা ফরেস্ট রেঞ্জারকে কদর্য ভাষায় হুমকি দেন অখিল গিরি। লাঠিপেটা করার শাসানি সহ- আরও অনেক কুরুচিকর করা বলেছেন কারামন্ত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল দল এবং পশ্চিমবঙ্গের সরকার। মহিলা ফরেস্ট রেঞ্জার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। বনদফতরের আধিকারিককে স্বসম্মানে কাজ চালিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা। 'এই ঘটনা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে', অখিল প্রসঙ্গে বললেন সুকান্ত।