Kolkata News: বেলঘরিয়ায় শ্যুটআউটের পর থানায় পুলিশের সামনেই বিহার থেকে হুমকি ফোনের অভিযোগ ব্যবসায়ীর

Continues below advertisement

ABP Ananda LIVE: বেলঘরিয়ার (Belgharia Shootout) রথতলায় শনিবার দুপুরে ফিল্মি কায়দায় শ্যুটআউটের ঘটনা ঘটে। এরইমধ্য়ে রবিবার বিস্ফোরক দাবি করলেন ব্য়বসায়ী। জনৈক সুবোধ সিং তাঁকে ফোন করে হুমকি দেন বলে দাবি! এদিকে শ্য়ুটআউটকাউণ্ডে ৩ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি মোটরবাইক। ভিনরাজ্যের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের বিটি রোডের ওপর একটি গাড়ির শোরুম রয়েছে। সূত্রের খবর, শনিবার দুপুর ২টো নাগাদ শোরুম থেকে বেরিয়ে ডোমজুড়ের দিকে যাচ্ছিলেন অজয়। তখনই রথতলা মোড়ে সিগন্যালে গাড়ি দাঁড়াতেই গুলিবৃষ্টি করে দুষ্কৃতীরা। 

 

বেলঘরিয়ায় (bbelgharia)ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলার পরেই ব্যারাকপুরের (barrackpore)রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোনের অভিযোগ। শনিবার টিটাগড় থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ী তাপস ভগতের। 'অজয় মণ্ডলের ওপর হামলা হয়েছে, এবার তোমার পালা', ফোনে হুমকি, দাবি ব্যবসায়ী তাপস ভগতের। বিহারের জেল থেকে ফোন করছি, এমনটাই দাবি ফোনে, অভিযোগ তাপস ভগতের।কে ফোন করেছে, নাম বলেনি, দাবি তাপস ভগতের। যেহেতু অজয় মণ্ডলকে সুবোধ সিংহ ফোন করেছিলেন, আমার সন্দেহ সুবোধ সিংহ আমাকে হুমকি দিয়েছে, দাবি তাপস ভগতের। টাকা দেওয়া হয়নি, দাবি ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতের। তাপস ভগত সুবোধ সিংয়ের লিঙ্কম্যান হিসেবে কাজ করেছে, আজ দুপুরে অভিযোগ করেন অর্জুন সিংহ। অর্জুন সিংহই সুবোধ সিংহকে ফোন করেছিলেন, পাল্টা দাবি তাপস ভগতের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram