Kolkata News: টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট

ABP Ananda Live: নিউটাউনে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ-খুনে টোটো চালকের গ্রেফতারির পর টনক নড়ল পুলিশের। টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল বিধাননগর কমিশনারেট। রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম, ঠিকানা-সহ তথ্যপঞ্জি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায়। টোটোগুলির পুলিশ ভেরিফিকেশন হবে, পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট মিললে তবেই চালানো যাবে টোটো

 

২০২৬-এর ভোটের আগে এটাই ছিল মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। কাজেই সেদিকে যে রাজ্যবাসীর নজর থাকবে তা বলাইবাহুল্য। এবার বাজেটে কী ঘোষণা হবে ? থাকবে কি কর্মসংস্থানের কোনও দিশা ? বিভিন্ন সামাজিক খাতে বাড়বে বরাদ্দ ? ন্যায্য DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁদের জন্যই বা কী ঘোষণা হবে ? ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পে বাজেট-বরাদ্দ থাকতে পারে বলেও রাজনৈতিক জল্পনা ছিল। এই আবহেই এদিন বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেট পেশের পর সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে একহাত নেওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola