BJP Inner Clash: বুথ কমিটি তৈরি নিয়ে বিবাদ, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বুথ কমিটি তৈরি নিয়ে বিবাদ, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত টেকনোসিটি থানা এলাকার চকপাচুরিয়া সর্দার পাড়া। চেয়ার ছোড়াছুড়ি থেকে শুরু করে দু’পক্ষের হাতাহাতি পর্যন্ত চলে। লুকিয়ে বুথ কমিটির বৈঠক হচ্ছে, অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর। প্রশ্ন তুলতেই দু’পক্ষের মধ্যে তুলকালাম শুরু হয়। তবে এই ঘটনায় টেকনোসিটি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

 

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা। তার আগে দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সৈকত-শহরে এখন সাজো-সাজো রব।। অন্যদিকে, রথে নিজের কর্মসূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতাও। এ নিয়ে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনি কোনওপক্ষই। 

রথের রশিতে টান পড়বে শুক্রবার। আর আগামী বছর বিধানসভা ভোটের আগে জগন্নাথদেবের কৃপাদৃষ্টির জন্য় মরিয়া বাংলার শাসক-বিরোধী সব পক্ষ! দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার তদারকির জন্য বুধবারই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। তার আগে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথির রাস্তায় সারলেন জনসংযোগ। অন্যদিকে, রথযাত্রা উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীও।কলকাতা থেকে দিঘা, রথযাত্রাকে কেন্দ্র করে কার্যত পোস্টার-ব্যানারে ছেয়ে দিয়েছে তৃণমূল আর বিজেপি! কোথাও দিঘার মন্দির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের পোস্টার!আবার কোথাও পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া পোস্টার। তাতে নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারীর ছবি। কোলাঘাট, থেকে নন্দকুমার, কাঁথি , সর্বত্র ধরা পড়ল একই ছবি!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola