Kolkata Tram: ঐতিহ্য়বাহী ট্রামকে বাঁচাতে সচেষ্ট ক্য়ালকাটা ট্রাম ইউজার্স অ্য়াসোসিয়েশন।ABP Ananda Live

West Bengal News: ঐতিহ্য়বাহী ট্রামকে বাঁচাতে সচেষ্ট ক্য়ালকাটা ট্রাম ইউজার্স অ্য়াসোসিয়েশন। এক সময়ের কলকাতার লাইফলাইনের অস্তিত্ব রক্ষার উদ্দেশে সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন বিদ্বজনেরা। ট্রামের অস্তিত্ব রক্ষায় এগিয়ে এসেছেন রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও।   ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি, শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট অবধি প্রথম ছুটেছিল ঘোড়ায় টানা ট্রাম।

তারপর আস্তে আস্তে সেই ট্রাম হয়ে উঠেছে কলকাতার অন্য়তম পরিচিতি। ঘড়ঘড় শব্দ করে টুংটাং ঘণ্টি বাজিয়ে যাওয়া এই যানই, একটা সময়ে ছিল, শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্তে যাওয়ার অন্য়তম মাধ্য়ম। কিন্তু, তারপর কলকাতার রাস্তায় বেড়েছে গাড়ি। যাত্রী হারিয়ে একা হয়েছে ট্রাম। আর আজ তো অনেক রুটে ট্রামের দেখাই মেলে না। কিনতু, একদা কলকাতার পরিচিতি ট্রাম, যাতে বিলুপ্তির অন্ধকারে তলিয়ে না যায়, সেজন্য় লড়াই চালিয়ে যাচ্ছে ক্য়ালকাটা ট্রাম ইউজার্স অ্য়াসোসিয়েশন। বৃহস্পতিবার এই উদ্দেশ্য়েই প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন তাঁরা। এই সংগঠনের দাবি, ২০১১ সালেও কলকাতার ৩৭ টি রুটে ট্রাম চলত। বর্তমানে কলকাতার বুকে মাত্র ৩টি রুটে ট্রাম চলে। সাংবাদিক বৈঠকে ছিলেন বিদ্বজ্জনরা। ট্রামের অস্তিত্ব রক্ষার জন্য় এগিয়ে এসেছেন রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola