Rajarhat News: অশালীন ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেল, ডেটিং অ্যাপে প্রতারণা করার অভিযোগ
ABP Ananda LIVE: অশালীন ভিডিও কল রেকর্ড করে ব্ল্যাকমেল। ডেটিং অ্যাপে প্রতারণা করার অভিযোগ। রাজারহাট, নিউটাউনের ফ্ল্যাটে হানা দিয়ে ৪ মহিলা সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন ও ডেবিট কার্ড। তাহলে কি ব্যাংক প্রতারণার সঙ্গেও জড়িত ধৃতরা, খতিয়ে দেখছে পুলিশ।
২১ জুলাই উপলক্ষে ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রেনে করে আরও কর্মী-সমর্থকরা আসছেন শহরে। নেতাজি ইনডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। সমাবেশের মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা হাওড়া ব্রিজ -- ব্রেবোর্ন রোড -- নিউ CIT রোড -- সেন্ট্রাল অ্যাভিনিউ -- চাঁদনি চক ---- এসএন ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে সভাস্থলে। শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। দক্ষিণ কলকাতার মিছিল আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলার সভাস্থলে পৌঁছবে। শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। এই মিছিলগুলির জন্য আমহার্স্ট্র স্ট্রিট, বিধান সরণী, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্য়ান্ড রোড সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল একমুখী করে দেওয়া হবে।