Ananda Sokal: মধ্যরাতে নিমতলা ঘাটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। ABP Ananda Live
Kolkata News: গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত অন্তত ৫ টি কাঠের গোলা। আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের বসতি এলাকাতেও। রাত ১.৩০ নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। নিমতলায় ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা।
'বৈদ্যবাটি পুরসভা লোকের বাড়ি কার্তিক ফেলছে! ' তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্ট প্রকাশ্যে এল ঘটনা। কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর।চেয়ারম্যান,বিধায়ক বললেন এটা ঠিক হয়নি।বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা। কার্তিক ফেলেও তোলাবাজি করছে।