Kolkata News: ভোজন রসিকদের জন্য হাঁসের বিভিন্ন পদ সাজিয়েছে চাউম্যান। ABP Ananda Live
ABP Ananda Live: ভোজন রসিকদের জন্য হাঁসের বিভিন্ন পদ সাজিয়েছে চাউম্যান। শুক্রবার থেকে শুরু হচ্ছে ডাক ফেস্টিভ্যাল। চাউম্যানের ২২টি আউটলেটে পাওয়া যাবে হাঁসের মাংসের রকমারি পদ। খানাপিনার উৎসব চলবে চাউম্যানের দিল্লি, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর শাখাগুলিতেও। ক্রিসমাস এবং নিউ ইয়ারকে কেন্দ্র করে চাউম্যানের হাঁসের মাংসের রকমারি পদ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে খাদ্যরসিকদের মধ্যে।
আরও খবর,
পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ বাংলাদেশের সেনাও। (Bangladesh Situation) সুনামগঞ্জের মংলাওগ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস নামের এক হিন্দু যুবকের খোঁজ করতেও দেখা যায় কিছুজনকে। প্রকাশ্যে তাঁর নামে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একটি ফেসবুক পোস্টে আকাশ যে মন্তব্য করেছেন, তাতে ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করা হয়েছে। সুনামের বাড়িতে এবং আশেপাশে ভাঙচুরও চালানো হয়। ২০ বছর বয়সি আকাশকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের ডিসি মহম্মদ ইলিয়াস মিয়াঁ জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কাউকে আইন হাতে না তুলে নিতে আবেদন জানিয়েছেন তিনি। (Bangladesh News)