TMC News: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক-নেতা শওকত মোল্লার? ABP Ananda Live
ABP Ananda Live: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক-নেতার? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। 'স্বাধীনতার পর কখনও দেখেছেন, ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে?' 'কোনও পরীক্ষা না দিয়েই আজ তাঁরা চাকরি পেয়েছে'। ভাঙড়ে দলীয় সভায় মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। সরকারি জায়গায় পোড়া পার্টি অফিস দেড়মাসের মধ্যে পাকা করার চ্যালেঞ্জ।
প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের চেষ্টা, নিরাপত্তা বাড়ল সুশান্ত ঘোষের। আরও ২ জন নিরাপত্তারক্ষী বাড়ানো হল। হামলার পর সুশান্তর নিরাপত্তায় মোতায়েন ৪ রক্ষী। কসবায় ভরসন্ধেয় আক্রান্ত কাউন্সিলর, জালে 'মূল চক্রী' ইকবাল। 'বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও'। 'বাইকে চেপে জাতীয় সড়ক দিয়ে পালানোর সময় নাকা চেকিং'। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার তল্লাশি, জালে ইকবাল: সূত্র। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, নেপথ্যে কি শুধুই ইকবাল? কে এই ইকবাল? কেন তৃণমূল কাউন্সিলরকে খুনের সুপারি? এখনও ধোঁয়াশা ।