Kolkata News : গল্ফগ্রিনে মহিলার মর্মান্তিক পরিণতি, কারা যুক্ত? খতিয়ে দেখতে তদন্তে পুলিশ

ABP Ananda LIVE : গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনিতে খুন হয়েছেন এক মহিলা। খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। কীভাবে ওই মহিলা খুন হলেন, কেনই বা তাঁকে এরকম নৃশংস ভাবে হত্যা করা হল, এর পিছনে কে বা কারা যুক্ত, কী কারণ রয়েছে- সব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনাস্থলে আনা হয়েছে স্নিফার ডগ এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদেরও। যে ফ্ল্যাটে খুন হয়েছেন মহিলা, সেখানে ইতিমধ্যেই স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে। নমুনা সংগ্রহ করেছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও। এ হেন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। 

টালিগঞ্জের পর এবার গল্ফগ্রিন। একমাসের মধ্যেই ফের নৃশংস হত্যাকাণ্ড শহর কলকাতায়। গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। জানা গিয়েছে, তাঁর নাম নাফিসা খাতুন। বৃদ্ধা মাকে নিয়ে একটি আবাসনের নীচে থাকতেন তিনি। আজ বাড়িতে এসে মেয়ের মৃতদেহ দেখতে পান নাফিসার মা। গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। কে বা কারা এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে সেই ব্যাপারে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। এলাকাবাসীও এই ঘটনায় কার্যত হতভম্ব। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি। অথচ রাজেন্দ্র প্রসাদ কলোনি যথেষ্ট ঘিঞ্জি এলাকা। সেখানে কেউ এসে এভাবে খুন করে চলে গেল, অথচ কেউ দেখতেও পেলেন না, উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, যে ঘর থেকে মহিলা দেহ উদ্ধার হয়েছে, সেখানে প্রচুর জিনিসপত্র লণ্ডভণ্ড করা ছিল। খোলা ছিল আলমারি। টাকাপয়সা বা কোনও কিছু চুরি হতে পারে বলে অনুমান করছে পুলিশ। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola