Kolkata News: OT থেকেই ছড়িয়েছে সংক্রমণ? গার্ডেনরিচকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে।

Continues below advertisement

West Bengal News: গার্ডেনরিচ হাসপাতালে (Kolkata News) ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না অনেকেই। অস্ত্রোপচারকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। 'গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের (Gardenreach Hospital) OT থেকেই ছড়িয়েছে সংক্রমণ'। 'অস্ত্রোপচারের সময় ব্যবহার করা ফ্লুইড থেকেই ছড়িয়েছে সংক্রমণ'। স্বাস্থ্য ভবনে পেশ করা তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ: সূত্র। যে ব্যাচের ওষুধ এবং ফ্লুইড এসেছে তার মান সঠিক ছিল না বলেই সন্দেহ। হাসপাতালে ওই ব্যাচের ওষুধ থাকলে তা ব্যবহারে নিষেধ করা হয়েছে। অস্ত্রোপচারে ব্যবহৃত ফ্লুইডের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। OT-তে ব্যবহৃত সব উপকরণ পরীক্ষা করতে পাঠানো হয়েছে SSKM-এ। ফের সালিশি সভার নামে শাসকের 'দাদাগিরি'। চোপড়ার (Chopra) পর এবার বর্ধমানের জামালপুর (Jamalpur)। তৃণমূলের পার্টি অফিসে ডাকা সালিশি সভায় না যাওয়ায় মারধরের অভিযোগ। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram