Jessop & Company: জেশপ কোম্পানির জমি জবরদখলের অভিযোগকে ঘিরে দমদমে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে

Continues below advertisement

ABP Ananda LIVE: জেশপের (Jessop & Company)জমি জবরদখল হয়ে যাচ্ছে এমনই অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে জেশপের জবর দখলের অভিযোগ ওঠা জমি গুলি পরিদর্শনে এল রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা। এদিন জেশপের তিনটি জমি পরিদর্শন করেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা। প্রসঙ্গত, কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জেশপের জমি দখলের অভিযোগ করা হয়। মূলত, জেশপের ইউনিয়নের নেতৃত্ব শ্রীকুমার ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানান জেশপের জমি জবর দখল করে নেওয়া হচ্ছে। এদিন তিনি অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক মদতে এই সব হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবে কারা দখল করছে তার সঠিক তদন্ত যেন সি আই ডি কে দিয়ে করানো হয়। এদিন জেশপের তিনটি জমি পরিদর্শন করে আধিকারিক জানান, তারা এস ডি ও-র নির্দেশে এসেছেন সমস্ত রিপোর্ট দেওয়া হবে। তারা সমস্ত জায়গাই ঘুরে দেখেছেন। এদিন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের পার্শ্ববর্তী একটি জমি, দমদম গার্লস স্কুলের নিকটবর্তী একটি জমি এবং জেশপ কারাখানা লাগায়ো জমি পরিদর্শন করেন আধিকারিকেরা। এই জমি গুলি জেশপের এমনই দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়। সেই চিঠির প্রেক্ষিতে এদিন তদন্তে আসেন আধিকারিকেরা। দমদম পুরসভা ও দমদম থানাকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন তারা। এই পরিদর্শন ও জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিং জানান, সরকারি নির্দেশে তদন্ত হচ্ছে। যদিও তিনি তিনটি জমি দখলের অভিযোগ কার্যত নসাৎ করেছেন। তার দাবি, দমদম গার্লসের নিকটবর্তী জমিটি পুরসভার, কেন্দ্রীয় সংশোধনাগারের পার্শ্ববর্তী জমিটা একটি প্রাইভেট প্রোপাটি। জেশপের লাগায়ো জায়গায় সরকারের তরফে মেট্রোর কাজের জন্য লোকেদের বসানো হয়েছে। তিনি জেশপের কর্মচারী ইউনিয়নের প্রতি বিষোদগার করে বলেন, আমারাও তদন্ত চাই তাহলে সব বেরিয়ে আসবে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram