Kolkata News: চাকরি ফেরত চেয়ে জুটল পুলিশের লাথি,সঙ্গে গলাধাক্কা, বেধড়ক লাঠিচার্জ | ABP Ananda Live

ABP Ananda Live: চাকরি ফেরত চেয়ে জুটল পুলিশের লাথি। সঙ্গে গলাধাক্কা। বেধড়ক লাঠিচার্জ তো রয়েছেই। এর আগে আমরা দেখেছিলাম, টেটের আন্দোলনকারী চাকরিপ্রার্থীকে কামড়ে দিয়েছে পুলিশ। এবার কসবায় আমরা দেখলাম, আন্দোলনকারীর পেট লক্ষ্য় করে লাথি মারল পুলিশ! অনেকেই বলছেন, পুলিশ কোন ট্রেনিং কলেজে এই প্রশিক্ষণ পেয়েছে? লাথি মারার ঘটনা একেবারেই বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করেছেন কলকাতার পুলিশ কমিশনারও। কিন্তু কেন পুলিশকে ওই আচরণ করতে হল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযান, পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, ' গুলি চালিয়ে দিন আমাদের..' !

 

চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার..।বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা..।

গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র‍্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola