Kolkata News: কাশীপুরে প্রমোটারের অফিসে ঠুকে হামলা, মারধর, ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে তদন্তে পুলিশ
ABP Ananda LIVE: কাশীপুরে (Kashipur)প্রমোটারের অফিসে ঠুকে হামলা, মারধর। ফরেন্সিক টিমকে (Forensics Team) সঙ্গে নিয়ে তদন্তে পুলিশ। প্রমোটারের থেকে ৫ লক্ষ টাকা তোলা দাবির অভিযোগ। না দেওয়ায় অফিসে ঢুকে তাণ্ডব, বেধড়ক মার প্রোমোটারকে।
বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।