Kolkata Airport: পরপর ৩দিন, ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: পরপর ৩দিন, ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক । পুণে থেকে কলকাতা-আকাশা এয়ারের বিমানে বোমাতঙ্ক । বিমানে বোমা থাকার কথা বলে কলকাতা বিমানবন্দরে ফোন । কলকাতায় অবতরণের পরে বিমানে তল্লাশি

আরও খবর..

যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম, একদিনের জন্য কল্যাণ 'সাসপেন্ড'। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পেশ করা প্রস্তাব নিয়ে ভোটাভুটি, তারপরেই একদিনের জন্য কল্যাণকে সাসপেন্ড করার সিদ্ধান্ত। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কল্যাণের তীব্র বচসা। উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙে চেয়ারম্যানের দিকে ছোঁড়েন কল্যাণ। কাচের বোতল ভেঙে নিজেও আহত হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ৩বার বলার পরেও সভার মাঝপথে ফের বলতে চান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের বলতে ওঠেন কল্যাণ, বাধা দেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরেই অভিজিতের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বচসার মধ্যেই উত্তেজিত হয়ে কাচের বোতল ভেঙে ফেলেন তৃণমূল সাংসদ। নিজেরই ভাঙা কাচের বোতলে আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী হয়েছে, তা বলা যায় না, প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বিহারে বাংলার তৃণমূল নেতা গ্রেফতার । হাতির দাঁত পাচারের অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার। ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অশোক ওঝা গ্রেফতার। বিহারের বক্সারে বন দফতরের তল্লাশি, ২টি হাতির দাঁত উদ্ধার। ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত উদ্ধার করল বন দফতর। বন দফতরের অভিযান, তৃণমূল নেতা-সহ ৫জন গ্রেফতার। তৃণমূল নেতা অশোক ওঝাকে জেরা করে আরও ৪জন গ্রেফতার। বড়বাজারের তৃণমূল নেতা অশোক ওঝা গ্রেফতার।
অশোক ওঝার বক্সারের বাড়িতে বিহারের বন দফতরের অভিযান। ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram