Kolkata News: ফের আক্রান্ত পুলিশ! রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ!

Continues below advertisement

Kolkata Update: শহরে ফের আক্রান্ত পুলিশ! রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ! গতকাল রাতে মালঞ্চ মোড়ের কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষ। দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে মারধরের অভিযোগ। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় SSKM-এ। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে গ্রেফতার ৩। 

 

প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের চেষ্টা, নিরাপত্তা বাড়ল সুশান্ত ঘোষের। আরও ২ জন নিরাপত্তারক্ষী বাড়ানো হল। হামলার পর সুশান্তর নিরাপত্তায় মোতায়েন ৪ রক্ষী। কসবায় ভরসন্ধেয় আক্রান্ত কাউন্সিলর, জালে 'মূল চক্রী' ইকবাল। 'বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও'। 'বাইকে চেপে জাতীয় সড়ক দিয়ে পালানোর সময় নাকা চেকিং'। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার তল্লাশি, জালে ইকবাল: সূত্র। তৃণমূল কাউন্সিলরের উপর হামলা, নেপথ্যে কি শুধুই ইকবাল? কে এই ইকবাল? কেন তৃণমূল কাউন্সিলরকে খুনের সুপারি? এখনও ধোঁয়াশা ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram