Lake Kalibari Pujo: শক্তির আরাধনায় মেতে উঠল লেক কালীবাড়ি

ABP Ananda Live: কৌশিকী অমাবস্য়া উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হল লেক কালীবাড়িতে। মায়ের আশীর্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে এলেন ভক্তরা। শক্তির আরাধনায় মেতে উঠল লেক কালীবাড়ি। ফুলের সাজে সাজিয়ে তোলা হল মায়ের মূর্তি। কথিত আছে, এই দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করার সময় ভক্তকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। সোমবার লেক কালীবাড়িতে তিথি মেনে শুরু হয় মা কালীর পুজো। দেওয়া হয় ফল-ভোগ-মিষ্টান্ন।

আরও খবর, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তাঁরা মায়ের বিশেষ পুজো । ভোরবেলা মঙ্গলারতি দিয়ে পুজোর সূচনা হয় । সন্ধ্যা আরতির পর সোনার অলঙ্কারে সুসজ্জিতা মা তারা । সন্ধেয় শীতল ভোগ, থাকবে লুচি, সুজি, নানা রকমের মিষ্টি । রাত ১২টায় মায়ের নিশি পুজোর আয়োজন

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola