RG Kar News: কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে রাস্তায় ঝড় তুললেন জুনিয়র চিকিৎসকরা
Continues below advertisement
ABP Ananda Live: আর জি করকাণ্ডে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। গতকাল, গানে-কবিতায়-স্লোগানেরাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ, আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে, ন'ফুট উঁচু লোহার পাঁচিল তুলে দেয় পুলিশ, ব্য়ারিকেড বাঁধা হয় শিকল দিয়ে। এসব দেখে জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, চোদ্দই অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা?
আরও খবর, গানে-কবিতায়-স্লোগানে রবিবার রাত জেগেছিল নাগরিক সমাজ। আর আজ আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে কালকে CBI গ্রেফতার করল সন্দীপ ঘোষকে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee MAMATA BANERJEE Kolkata Rape Case Kolkata Doctor Case Kolkata Doctor Murder Case Kolkata Murder Rape Case