Kolkata News Live: জবরদখল উচ্ছেদ ইস্যুতে কলকাতা পুরসভা অভিযান করল বাম-কংগ্রেস সমর্থিত হকার ইউনিয়ন।
Kolkata News: জবরদখল উচ্ছেদ ইস্যুতে হকারদের পাশে দাঁড়িয়ে কলকাতা পুরসভা অভিযান করল বাম এবং কংগ্রেস সমর্থিত হকার ইউনিয়ন। বৃহস্পতিবার লেনিন মূর্তির সামনে থেকে মিছিল করে কলকাতা পুরসভায় গিয়ে ডেপুটেশন জমা দেন তাঁরা। বাম এবং কংগ্রেস সমর্থিত হকার ইউনিয়নের অভিযোগ, পুনর্বাসন ও নোটিস না দিয়েই হকার উচ্ছেদ করা হচ্ছে, চালানো হচ্ছে বুলডোজার। হকাররা পুলিশি জুলুমের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা। পাল্টা মেয়র ফিরহাদ হাকিমের কটাক্ষ, অস্তিত্ব নেই বলেই এসব করছে বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ই হকারদের জন্য ভাবেন। দাবি মেয়রের। শহরে আরও একটা অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজার। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরই নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায়। বৃষ্টির মধ্যেই দাউদাউ করে ছড়াতে থাকে আগুন।