ESI Hospital Fire News: শিয়ালদা ESI হাসপাতালে আগুন, কী বললেন মলয় ঘটক? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: 'ইতিমধ্যেই যা যা পদক্ষেপ নেওয়ার আমাদের ESI-র সুপার এবং অন্যান্য যারা আছেন তাঁরা নিয়েছে। ৪৪ জন রোগীকে মানিকতলায় নিয়ে যাওয়া হয়েছে। যে ফ্লোরটা নষ্ট হয়ে গেছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করা যায় আজই আমি ১২টার সময় মিটিং ডেকেছি। ESI-র ডিরেক্টরসহ যাঁরা উচ্চপদস্থ অফিসার তাঁদেরকেও ডাকা হয়েছে যত দ্রুত সম্ভব পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায়', বললেন মলয় ঘটক। 

কুণাল ঘোষের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 'অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন। অচলাবস্থা কাটানোর উপায় খুঁজতেই বৈঠক। কোর্টের মাধ্যমে সমাধান সময় সাপেক্ষ। জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। স্বাস্থ্য দফতরের সর্বোচ্চ স্তরে বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্য। এমন কিছু করবেন না যাতে আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হয়।' জুনিয়র ডাক্তারদের বার্তা দিয়ে পোস্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram